ইন্ডিয়ান সুপার লিগে জয়ে ফিরল ইস্ট বেঙ্গল। শুক্রবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফ সিকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় ৮ নম্বরে উঠে এল লাল হলুদ। বেঙ্গালুরুর মাঠে মশাল জ্বালালেন ক্লেটন সিলভা । ৬৯ মিনিটে তাঁর গোলেই ৩ পয়েন্ট পেল ইস্ট বেঙ্গল।
এই ম্যাচে সবার নজর ছিল সুনীল ছেত্রি-রয় ক্রিষনা জুটির ওপরেই। কিন্তু ইভান গঞ্জালেসের নেতৃত্বে ইস্ট বেঙ্গল ডিফেন্সে বারবার ধাক্কা খায় বেঙ্গালুরু। প্রথমার্ধে প্রথম ১৫ মিনিট দাপিয়ে শুরু করে বেঙ্গালুরু। কিন্তু এর পর ম্যাচে রাশ নেয় লাল হলুদ।
ক্লেটন, মহেশ, হাওকিপ - এই ত্রিভুজে বেদম হয়ে যায় বেঙ্গালুরুর ডিফেন্স।
দ্বিতিয়ার্ধেও কান্তিরাভায় আক্রমণাত্মক ফুটবল খেলে ইস্ট বেঙ্গল। শুধু গোল আসছিল না। সেই গোল এল ৬৯ মিনিটে। কাউন্টার অ্যাটাক থেকে মহেশের পাশে গোল করেন ক্লেটন। সেই সঙ্গে কান্তিরাভায় জ্বলল লাল-হলুদের মশাল।