বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরে উৎসব উদযাপনের পরই লন্ডনে ফিরেছেন আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেজ। কিন্তু বিশ্বকাপের পদক যদি চুরি হয়ে যায় ! আগাম সতর্কতা নিলেন মার্টিনেজ। বারি সামনে বসালেন ২০ লক্ষ টাকার পাহারাদার। মিডল্যান্ডসের বাড়ির পাহারায় ফুটবল তারকা বসালেন এক শিকারি কুকুর।
ব্রিটিশ সংবাদসংস্থার খবর বলছে, বেলজিয়ান শেফার্ড গোত্রের শিকারি কুকুর। অতীতে আমেরিকার সেনাবাহিনির সঙ্গে যুদ্ধক্ষেত্রে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। কাজ করেছে ‘স্যাস’ সংস্থার সঙ্গেও। এই ধরনের কুকুরের ঘ্রাণশক্তি মারাত্মক। পাশাপাশি, কোনও রকম বিপদ দেখলে সঙ্গে সঙ্গে সতর্ক করে দিতে পারে। কুকুরটির দাম ২০ হাজার পাউন্ড বা ভারতীয় মুদ্রায় প্রায় ২০ লক্ষ টাকা। ওজন ৩০ কেজি।