পঞ্চম টেস্টের প্রথম দিনেই অল আউট ইংল্যান্ড। বেন স্টোকসদের প্রথম ইনিংস শেষ ২১৮ রানে। স্পিন স্পিন আর স্পিন। আর তাতেই ধর্মশালায় ভেলকি দেখালেন কুলদীপ যাদব। বেসামাল ইংল্যান্ডের ব্যাটাররা। অশ্বিনের সেঞ্চুরি টেস্টের মঞ্চে কুলদীপের ঝুলিতে এল ৫ উইকেট। অশ্বিন নিজে নিলেন ৪ উইকেট।
এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্য়ান্ড অধিনায়ক বেন স্টোকস। লাঞ্চের আগে পর্যন্তও ধর্মশালার উইকেটে বেশ ভালোমতই ব্যাটে বলে করছিলেন জ্যাক ক্রলিরা। ধর্মশালার ইংলিশ ওয়দারে ইন্ডিয়ান পিচে মনে হয়েছিল একটু বড় রান আসবে। কিন্তু হল আর কই? কুলদীপ-অশ্বিনরা এখনও স্টোকসদের কাছে আউট অফ সিলেবাস মার্কা কোশ্চেন।
প্রথম ইনিংসে যদিও ইংল্যান্ডের স্টাম্প ওড়ানোর কাজটা প্রথম থেকেই শুরু করে দিয়েছিলেন কুলদীপ। প্রথম সেশনেই কুলদীপের নামের পাশে ছিল জোড়া উইকেট। আর লাঞ্চের পরেই তাসের ঘর হয়ে গেল ইংল্যান্ড ইনিংস। জ্যাক ক্রলির ৭৯ রান। ২৬ রান করেন জো রুট। শততম টেস্ট খেলতে নামা জনি বেয়ারস্টো আউট হন ২৯ রান করে। আর বাকি স্কোরবোর্ড মোবাইল নম্বরের মতো। সবাই এলেন আর গেলেন। শুরুটা করলেন কুলদীপ। আর শেষ বেলায় ইংল্যান্ডের কফিনে পেরেক গাঁথার কাজ করলেন মিস্টার অশ্বিন।