ভাইজ্যাগে ইংল্যান্ডকে ৩৯৯ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে ভারত। দ্বিতীয় ইনিংসে নেমে ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৭ রান তুলল ইংল্যান্ড। দিনের শেষে রিভিউ নিয়ে মজার ঘটনা ঘটল বিশাখাপত্তনমে।
দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারে যশপ্রীত বুমরার ডেলিভারি ক্রলির ব্যাটের কাছ থেকে উইকেটরক্ষক ভরতের কাছে যায়। বুমরা খুব একটা উৎসাহী হননি। তবে জোরালো আবেদন করেন শ্রীকর ভরত। ছুটে যান রোহিতের কাছে। কিন্তু রোহিত মানেননি। ১৫ সেকেন্ড সময় শেষ হয়ে যায়। এরপরই জায়ান্ট স্ক্রিনে সেই শটের রিপ্লে দেখানো হয়। দেখা যায়, বল ব্যাটে লাগেনি।
এদিন ভারতের ইনিংস শেষ হয় ২৫৫ রানে। সেঞ্চুরি পান শুভমান গিল। এরপরই আউট হয়ে ফেরেন তিনি। ভারতকে অলআউট করে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাটও করতে নামেন তাঁরা।