ইউরো ২০২৪ এ কোয়াটার ফাইনাল উইক। ডুসেলডর্ফে আমনে সামনে ইংল্যান্ড-সুইৎজারল্যান্ড। নক আউট ম্যাচ। তাই পরের রাউন্ডে যাওয়ার জন্য দু'দলের একটাই টার্গেট 'উইন'। শুধু উইন নয় একেবারে মাস্ট উইন ম্যাচ।
শেষ ইউরোতে রানার্স হয়েছিল ইংল্যান্ড। কিন্তু চলতি ইউরোতে এখনও অবধি মন ভরাতে পারেনি গ্যারেথ সাউথ গেটের ছেলেরা। কোয়াটার ফাইনাল অবধি পৌঁছলেও এখনও হ্যারি কেনদের খেলায় সেই ব্রিটিশ ঝাঁঝ নেই। উল্টোদিকে রয়েছে সুইৎজারল্যান্ড। যার গতবারের চ্যাম্পিয়ন ইতালিকে গুড়িয়ে দিয়েছে একেবারে। গত বিশ্বকাপের পর খেলা ১৮টি ম্যাচের মধ্যে সুইজারল্যান্ড হেরেছে মাত্র একটিতে। তাই দু'দলের পরিসংখ্যানে থ্রি লায়ন্সরা এগিয়ে থাকলেও শনিবারের ম্যাচ মোটেও সহজ হবে না বেলিহ্যামদের।
সুইস কোচ মুরাত ইয়াকিন হুঙ্কার ছেড়ে বলেছেন, কেন ইংল্যান্ডকে হারাতে পারব না আমরা? শুরু থেকেই প্রেসিং ফুটবল খেলে গোল তুলে নিতে চাই'। অতএব আরও একটা টানটান ম্যাচের অপেক্ষায় ফুটবল বিশ্ব।