বোধনের আগে জমজমাট মিউনিখ। আর কয়েক ঘণ্টা পরেই ইউরো কাপের প্রথম ম্যাচ। অ্যালায়েন্স অ্যারিনা কিক-অফ করবে আয়োজক জার্মানি ও স্কটল্যান্ড। তার আগে মিউনিখ যেন গড়িয়াহাট। সবে গরম এসেছে ইউরোপে। আর তার মধ্যেই হবে এই টুর্নামেন্ট। ফলে, এবারের ইউরো কাপকে ঘিরে লক্ষ্মীলাভের আশায় জার্মানরা।
প্রায় ১৮ বছর পর আন্তর্জাতিক ফুটবলের আসর বসেছে এবার জার্মানিতে। প্রতিটি স্টেডিয়াম আরও আধুনিক করা হয়েছে। এই ১৮ বছরের মধ্যে একবার বিশ্বকাপ এসেছে বার্লিনে। কিন্তু ইউরো জেতা হয়নি জার্মানদের। তাই প্রথম ম্যাচ খেলার আগে জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যান জানিয়েছেন, লেটস রক।
আর তাতে এবার তেতে রয়েছেন জার্মানরা। আট থেকে আশি সবাই মিউনিখমুখী। দোকানি থেকে বড় ব্যবসায়ী, সবাই চাইছেন এবারের ইউরো যেন তাঁদের লক্ষ্মীর ভান্ডারকে ভরিয়ে দিয়ে যায়। ১০টি ভিন্ন শহর, ১০টি স্টেডিয়াম। চলছে শেষ বেলার কাউন্টডাউন। আর নাগেলসম্যান বলছেন, লেটস রক !