আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই ইউরোপের সবচেয়ে বড় ফুটবল যুদ্ধের কিক-অফ। মিউনিখে উদ্বোধনী ম্যাচে আয়োজক জার্মানি খেলবে স্কটল্যান্ডের বিরুদ্ধে। কে জিতবে এই ম্যাচ ? ইতিমধ্যে অনেকেই এই ম্যাচের উপর বাজি লাগাতে শুরু করেছেন। একজন কিন্তু বলেই দিচ্ছে, প্রথম ম্যাচে জিতবে জার্মানি।
তার নাম ভুবি। হাতির এই শাবক এসেছে আফ্রিকার জঙ্গল থেকে। বর্তমান শাকিন মধ্য জার্মানির থুরিনঙ্গিয়ায়। ভাল ফুটবল খেলে ভুবি। এক পাশে জার্মানি, অন্য পাশে স্কটল্যান্ডের পতাকা রেখে তাকে শট মারতে বলা হয়েছিল। অনায়াসে জার্মানির দিকে বল গড়িয়ে দিয়েছে সে।
চিড়িয়াখানার এক কর্তা জানিয়েছেন, এর আগে বুন্দেশলিগায় অনেক ম্যাচে বাজি ধরে জিতেছে ভুবি। তাই এবার আশা গোটা ইউরো কাপে জার্মানির দিকেই থাকবে ভুবির বাজি।