ইউরোর পরেও চলবে রোনাল্ডো সফর। ফ্রান্সের কাছে হারের পর একথা জানালেন পর্তুগিজ কোচ বরার্টো মার্টিনেজ। তিনি জানিয়েছেন, হ্যামবুর্গে ছিল রোনাল্ডোর শেষ ইউরো কাপের ম্যাচ। আন্তর্জাতিক ম্যাচ নয়। তাই ২০২৬ সালের বিশ্বকাপেও সবুজ-মেরুন জার্সিতে দেখা যাবে সিআর সেভেনকে। মার্টিনেজের এই দাবির পর স্বস্তিতে এখন পর্তুগিজ জনতা।
পর্তুগালের জার্সিতে ২১২ ম্যাচে ১৩০টি গোল করেছেন রোনাল্ডো। হ্যামবুর্গে ফ্রান্সের কাছে হারের পরেই প্রশ্ন ওঠে, ইউরো নয়, হয়তো পর্তুগালের জার্সিতে এটাই শেষ ম্যাচ খেললেন রোনাল্ডো। এই উৎকণ্ঠার মধ্যেই মার্টিনেজের দাবি রোনাল্ডোর আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিল বলেই দাবি পর্তুগালের প্রাক্তন তারকাদের।
ফিগো থেকে ডেকো, সবাই জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপে তরুণ এই দলে রোনাল্ডোকে চাই। কিন্তু যাঁকে ঘিরে এই আলোচনা, সেই রোনাল্ডো কিন্তু এখনও চুপ। তাঁর কথা বলার অপেক্ষায় এখন লিসবন।