নাক ভাঙার পর মাঠে নামতে পারেননি কিলিয়ান এমবাপে। ফেস গার্ড পরে খেলতে নামার কথা ছিল। কিন্তু তাও সম্ভব হয়নি। কারণ সেটি পরে তাঁকে খেলা অভ্যাস করতে হচ্ছে। সেই কারণেই আপাতত কবে খেলতে পারবেন তা জানা যাচ্ছে না। তবে, আপাতত এমবাপে আগের থেকে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন ফরাসি কোচ।
গত সোমবার অস্ট্রিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন এমবাপে। ওই ম্যাচেই নাক ভেঙেছিল তাঁর। এরপর অনুশীলন করলেও ফেস গার্ড পরে রয়েছেন তিনি। পরের ম্যাচ ছিল নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ওই ম্যাচে বেঞ্চেই বসেছিলেন তিনি। ম্যাচটি ড্র হয়।
এরমধ্যেই আগামী ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ফ্রান্স। ওই ম্যাচে কি এমবাপে নামবেন? এখন এই প্রশ্নই ঘুরছে অনুরাগীদের মনে।