প্রথমার্ধে স্লোভাকিয়ার গোল হজম করতে হয়েছিল। দ্বিতীয়ার্ধে যেন সেই গোলই সুদে আসলে ফিরিয়ে দিল হ্যারিকেনের ইংল্যান্ড। শেষ মুহূর্তে দলকে নিজের পায়ের জাদুতে রক্ষা করলেন জুড বেলিংহ্যাম। অতিরিক্ত সময় একটি গোল করেন হ্যারিকেন। দুই গোলে স্লোভাকিয়াকে হারিয়ে বিদায়ের চোখ রাঙানি এড়িয়ে ইউরোর শেষ আটে ইংল্যান্ড। এদিনের ১২০ মিনিটের টানটান ম্যাচে ২-১ গোলে স্লোভাকিয়াকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর লড়াইয়ে জিতে কোয়ার্টার ফাইনালে উঠল হ্যারির ইংল্যান্ড।
ম্যাচের শুরু থেকেই ইংল্যান্ডের উপর চাপ বাড়াচ্ছিল স্লোভাকিয়া। মাত্র ছয় মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বল গড়িয়ে দেন স্লোভাকিয়ার শ্রাঞ্জ। বিরতির আগেই এগিয়ে যায় তাঁরা। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেলা শুরু করে ইংল্যান্ড। কিন্তু গোল আসছিল না। শেষ পর্যন্ত সংযুক্তি সময়ে ম্যাচে বদল আনে ব্যালিংহামের গোল। এরপর অতরিক্ত সময় ইংল্যান্ডের হয়ে আরও একটি গোল করেন কেন। এরপর আর প্রত্যাবর্তনের কোনও সুযোগ পায়নি স্লোভাকিয়া।