শুক্রবারের রাত জার্মানিতে জমিয়ে দিল অস্ট্রিয়া । ৩-১ গোলে পোল্যান্ডকে হারিয়ে গ্রুপে তারা উঠে এল দ্বিতীয় স্থানে । দলকে জয় এনে দিলেন জার্নট ট্রনার , ক্রিস্টোফ বাউমগার্টনার ও মার্কো আর্নতোভিচ । অন্যদিকে, ইউরো থেকে বিদায়ের পথে পোল্যান্ড ।
ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক খেলেছে অস্ট্রিয়া । ৯ মিনিটেই তাঁদের কাছে আসে প্রথম সুযোগ । আর তা কাজে লাগান জার্নট ট্রনার । ১-০গোলে এগিয়ে নিয়ে যায় দলকে । এরপরই পোল্যান্ডের ক্রিস্টোফ পিয়াতেক গোল মেরে ম্যাচে সমতা ফেরান ।
অস্ট্রিয়ার হয়ে বাকি দু' টি গোল করেন বাউমগার্টনার ও মার্কো আর্নতোভিচ । অবশেষে ৩-১ গোলে অস্ট্রিয়া আটকে দিল পোল্যান্ডকে ।