মাঠে নামবেন এমবাপে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল চারিদিকে। অবশেষে উত্তর মিলল। ফ্রান্স বনাম পোল্যান্ড ম্যাচে খেলতে দেখা গেল কিলিয়ান এমবাপেকে। ইতিমধ্যেই মাঠে নেমেছেন তিনি। তবে, তাঁকে মুখোশ পরে খেলতে দেখা যায়নি। ভাঙা নাক নিয়েই মাঠে নেমেছেন তিনি। তবে, এদিন এমবাপেকে সাপোর্ট করতে গ্যালারিতেও একাধিক দর্শকদেরও দেখা গিয়েছে মুখোশ পরে থাকতে।
গত সোমবার অস্ট্রিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন এমবাপে। ওই ম্যাচেই নাক ভেঙেছিল তাঁর। এরপর অনুশীলন করলেও ফেস গার্ড পরে রয়েছেন তিনি। পরের ম্যাচ ছিল নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ওই ম্যাচে বেঞ্চেই বসেছিলেন তিনি। ম্যাচটি ড্র হয়।