ভাঙা নাকেই কী খেলা হবে ? নেদারল্যান্ডস ম্যাচের আগে অনুশীলনে নেমে সেই ইঙ্গিত দিলেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে। অস্ট্রিয়া ম্যাচে তাঁর নাকের চোট এই ইউরোর এখন আলোচ্য বিষয়। যা ঠিক হয়েছে, তাতে ইউরো শেষ হলেই তাঁর নাকের অস্ত্রোপচার হবে। নেদারল্যান্ডস ম্যাচের আগেও এমবাপের নাকের চোট নিয়ে চিন্তায় রয়েছেন ফরাসি কোচ দিদিয়ের দেশঁ।
কিন্তু প্রশ্ন হল, ডাচ ম্যাচে যদি এমবাপে না খেলেন, তাহলে কোন ফরমেশন নিয়ে মাঠে নামবেন ফরাসিরা ? গ্রিজম্যানের সঙ্গে কী তাহলে গোড়া থেকেই দেখা যাবে অলিভার জিরুকে ? একটা ধাক্কা যেন সবকিছু বদলে দিয়েছে ফরাসি দলের কাছে। তাই ডাচ দলের বিরুদ্ধে মাঠে নামার আগে বেশ চিন্তায় ফ্রান্স।
প্রথম ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে এবারের ইউরো শুরু করেছেন ফরাসিরা। যদিও সেই ম্যাচ ফ্রান্স জিতেছিল অস্ট্রিয়ার আত্মঘাতী গোলে।