এমবাপেহীন ম্যাচে গোল শূন্য ড্র ফ্রান্সের | বেশ টানটান উত্তেজক ম্যাচের আশা নিয়ে ইউরো দেখতে বসেছিলেন সকলে, কিন্তু সে আশা আর পূরণ হল না | নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নেমে একাধিকবার গোলের পরিস্থিতি তৈরী হলেও, জালে বল ঠেকাতে পারেনি ফ্রান্স | অন্যদিকে, অফসাইডের কারণে নেদারল্যান্ডসের একটি গোলও বাতিল হয়ে যায় | এর জেরে কারও ভাগ্যেই জুটল না পয়েন্ট।
Sabyasachi Chowdhury: ফের পর্দায় মা কালী, রামপ্রসাদ জুটি, আসছে সব্যসাচী পায়েলের নতুন ওয়েব
এদিকে গোটা ম্যাচ জুড়েই, এমবাপের অনুপস্থিতি অনুভব করেছেন ফ্রান্স সমর্থকরা | নেদারল্যান্ডস ম্যাচের আগে অনুশীলনে নেমেছিলেন তিনি | অস্ট্রিয়া ম্যাচে তাঁর নাকের চোট এই ইউরোর এখন আলোচ্য বিষয়। যা ঠিক হয়েছে, তাতে ইউরো শেষ হলেই তাঁর নাকের অস্ত্রোপচার হবে। কিন্তু, নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নামলেন না তিনি| থেকে গেলেন রিজার্ভ বেঞ্চেই |