একটা দল কাতার থেকে ফিরেছিল তৃতীয় হয়ে। অন্য দলটি তিন বছর আগে ইউরো কাপ থেকে ফিরেছিল সেমিফাইনালে হেরে। সেই সব এখন অতীত। শনিবার নতুন যুদ্ধ। আর সেই লড়াইয়ের জন্য তৈরি ক্রোয়েশিয়া ও স্পেন। গত কয়েক বছর ক্রোটরা নিজেদের শক্ত করে ধরে রেখেছে। অন্যদিকে সংস্কারের মধ্যে দিয়েই গিয়েছে তরুণ স্পেন। একসময় তাদের ডিরেক্টর অফ ফুটবল হোসে মলিনা বর্তমানে মোহনবাগান সুপার জায়েন্টসের কোচ। তাই এবার ইউরোর লড়াইয়ে কলকাতার চোখ থাকবে এই স্পেন দলের দিকে।
পরিসংখ্যান বলছে, স্পেন বনাম ক্রোয়েশিয়ার লড়াইয়ে এগিয়ে স্প্যানিশরা। ১০ বারের সাক্ষাতে স্প্যানিশরা জিতেছে ছ বার। গত ইউরোতে আট গোলের ম্যাচ উপহার দিয়েছিল এই দু দল। টাইব্রেকারে ৫-৩ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল স্পেন। এই ম্যাচ খেলতে নামার আগে গত ২২টি ম্যাচের মধ্যে ২০টি জিতেছে স্পেন।
প্রাক্তনদের দাবি, এই ম্যাচে মোরাতাদের হারাতে হলে তাঁদের দৌড় থামাতে হবে ক্রোটদের। লুকা মদ্রিচ নির্ভরতা কাটিয়ে বের হতে হবে। কারণ, দে ফন্তের দলের আসল প্রাণ মাঝমাঠ। একবার এই দখল যদি ক্রোটরা হারিয়ে ফেলে, তাহলেই খেলা ঘুরিয়ে দিতে পারে স্প্যানিশরা। নজর থাকবে লা রোজার পাসিং ফুটবলের দিকে।
বুকিদের বাজারে ক্রোয়েশিয়ার থেকে এগিয়ে স্পেন। বাজি বলছে, এই ম্যাচে জিতছে স্পেন। সত্যি কী ? উত্তর পাওয়া যাবে শনিবার ভারতীয় সময় রাত সাড়ে নটার গ্রুপ-বি-এর এই ম্যাচের ৯০ মিনিট পরেই।