পর্তুগাল-তুরস্ক ম্যাচের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে সেলফি তোলার হিড়িকে নড়েচড়ে বসল উয়েফা। ভবিষ্যতে এহেন কর্মকাণ্ডে কড়া শাস্তির দেওয়া হবে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে।
শনিবার পর্তুগাল-তুরস্ক ম্যাচ চলাকালীন চার জন মাঠে ঢুকে পড়েন রোনাল্ডোর সঙ্গে সেলফি তোলার জন্য। ম্যাচ শেষের পরে আরও দু'জন রোনাল্ডোর সঙ্গে সেলফি তুলতে যায়। এর মধ্যে একজন খুদে ও ছিল। যার সঙ্গে হাসিমুখে সেলফি তোলেন রোনাল্ডো। ওই ছবি মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু বাকিদের আচরণে বিরক্ত হন পর্তুগিজ মহাতারকা।
এরপরেই উয়েফা জানিয়েছে, জার্মানির ১০টি স্টেডিয়ামেই নিরাপত্তা জোরদার কড়া হচ্ছে। নিয়ম ভেঙে যদি কোনও দর্শক মাঠে ঢুকলে তাঁকে স্টেডিয়াম থেকে বার করে দেওয়া হবে। প্রতিযোগিতার বাকি কোনও ম্যাচেও তাঁর প্রবেশ নিষিদ্ধ থাকবে। একইসঙ্গে ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে।