মিনিট ছয়েকের কমলা ঝড়ে ভর করে ইউরো কাপের সেমিফাইনালে পৌঁছে গেল নেদারল্যান্ডস। কোয়ার্টার ফাইনালে তুরস্ককে ২-১ হারিয়ে সেমিফাইনালে উঠলেন ডাচরা। শেষ চারে তাঁদের লড়াই ইংল্যান্ডের বিরুদ্ধে।
গোটা ম্যাচে মোটেই নজরকাড়া ফুটবল খেলেনি হল্যান্ড। দেপাই, কডি গ্যাকপোরা আক্রমণ করলেও তুরস্কের রক্ষণ ভাঙতেই পারছিলেন না। মাঝমাঠে অসাধারণ খেলছিলেন তুরস্কের অধিনায়ক হাকান চালহানোগ্লু। সুযোগ পেলেই প্রতিআক্রমণ করছিল তুরস্ক।
তেমনই একটি কাউন্টার অ্যাটাক থেকে গোল পেয়ে যায় তুরস্ক। গুলেরের ভাসানো বলে ল মাথা ছুঁইয়ে চমৎকার গোল করেন সামেত আকায়দিন।
দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে তুরস্ক। তাদের একটি শট পোস্টে লাগে৷ নয়তো ঘুরে দাঁড়াতে পারত না হল্যান্ড। কিন্তু ৭০ মিনিট থেকে সমতা ফেরান স্টেফান দে ভ্রাই। মিনিট ছয়েক পরে আবার গেল। ডেঞ্জেল ডামফ্রিসের পাস ফলো করে কডি গ্যাকপো ছুটে আসছিলেন। তিনি শট নেওয়ার আগেই ক্লিয়ার করতে যান তুরস্কের মের্ত মুলদুর। বল তাঁর পায়ে লেগে নিজের গোলেই ঢুকে যায়।
জিতলেও আকর্ষণীয় ফুটবল খেলেননি ডাচরা৷ সেমিফাইনালে তাঁদের কঠিন লড়াই ফিল ফোডেন, জুড বেলিংহ্যামদের শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে।