রবিবার লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম ফ্রান্স ম্যাচ ,আর সেই ফাইনালের দিকেই তাকিয়ে গোটা বিশ্ব। এবছর আর্জেন্টিনার দুর্দান্ত খেলার পিছনে বড় কৃতিত্ব রয়েছে কোচ লিয়োনেল স্কালোনির। হেডস্যর স্কালোনির কোচিং-য়েই দুর্দান্ত সাফল্য পেয়েছে মেসির দল। আর্জেন্টিনার সমস্ত প্লেয়ারদের সঙ্গেই তাঁর দুর্দান্ত সম্পর্ক। কিন্তু আর্জেন্টিনা জিতলেও স্কালোনির গ্রামে পৌঁছবে না উচ্ছ্বাসের ছিটেফোঁটা।
Argentina Road To Final: বিশ্বকাপে কাদের হারিয়ে ফাইনালে মেসিরা! কেমন ছিল আর্জেন্টিনার যাত্রাপথ
সান্তা ফে প্রদেশের পুজাতো গ্রাম থেকে উঠে এসেছেন স্কালোনি। সেই গ্রামে ৩৭০০ লোক থাকেন, গ্রামেরই এক অধিবাসী অগাস্তিন ফ্রাতিনি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন। ফলত গোটা গ্রামেই শোকের ছায়া। ফলে গোটা দেশ উচ্ছ্বাস আনন্দে মাতলেও সেই গ্রাম ফাইনালে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে।
সেই গ্রামের পুরসভার প্রেসিডেন্ট জানান, “বিশ্ব চ্যাম্পিয়ন হলেও আমরা কোনও উচ্ছ্বাস করব না। পরে সে সব দেখা যাবে। এখন কোনও কিছুর সময় নেই। "