কিং কোহলি। সে ভারত হোক কিংবা পাকিস্তান- এই কথা এক বাক্যে মেনে নিয়েছেন দুই দেশের ক্রিকেট অনুরাগীরাই। আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঠে কার্যত মহারণ। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। ২০০৬ সালের পর আর পাকিস্তানের মাটিতে খেলতে যাননি বিরাট কোহলি। ২০০৮ সালে মুম্বই হামলার পর, ভারত পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক বন্ধ করে দেয়। এরপর মাত্র কয়েকটি ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে খেলেছেন কিং, কিন্তু তবুও পাকিস্তানে বিরাটের ফ্যানের সংখ্যা নেহাত কম নয়।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক আজহার আলী সংবাদ মাধ্যমকে জানান, ‘বিরাট যেদিন লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি বা মুলতানে খেলবে, তখনই পাকিস্তানে তাঁর ক্রেজ বুঝতে পারবেন’ তিনি আরও জানান, ‘গ্যালারি সবুজ জার্সিতে ভরে থাকলেও, জার্সির পিছনে বাবর আজম বা শাহিন শাহ আফ্রিদির নাম নয়, পাকিস্তানী ক্রিকেট প্রেমীদের জার্সিতে থাকে বিরাটের নাম’।
T20 World Cup: ভারত-পাক ম্যাচের স্টেডিয়ামে পিচ বিতর্ক, নেদারল্যান্ডসকে হারিয়ে কোনও মতে জয় দক্ষিণ আফিকার
পাকিস্তান সুপার লিগের সময় বা পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে এমন ঘটনা আগেও হয়েছে। সম্প্রচারে দেখা গিয়েছে ক্রিকেট অনুরাগীরা কোহলির জন্য একটি বার্তা সহ প্ল্যাকার্ড ধরে রয়েছেন। “প্রিয় বিরাট! আপনি সেঞ্চুরি করুন বা না করুন আপনি সবসময় আমার নায়ক হবেন।" এমন প্ল্যাকার্ড লেখা বার্তাও দেখা গিয়েছে পাকিস্তান ক্রিকেট অনুরাগীদের হাতে।