রবিবার লখনউতে মরক্কোকে হারিয়ে নিজের ডেভিস কাপ কেরিয়ারে ইতি টানলেন ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্না। শুধু জয়ই নয়, রোহন বোপান্নার জন্য অপেক্ষা করেছিল আরও চমক। জিতে ঘরে ফিরছিলেন যখন তিনি, সেইসময় বিমানের পাইলট তাঁকে শুভেচ্ছা জানান। বলেন, ৪৩ বছর বয়সী এই ভারতীয় টেনিস তারকাকে তিনি নিজের গন্তব্যে পৌঁছে দিতে পেরে যারপরনাই আনন্দিত।
দূরদর্শন স্পোর্টসের পক্ষ থেকে প্রকাশ করা ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, বিমানের পাইলট সমস্ত যাত্রীদের উদ্দেশে জানাচ্ছেন যে, তাঁদের সহযাত্রী হিসেবে ওই বিমানে রয়েছেন এক বিশেষ অতিথি।
তারপরই তিনি মরক্কোর বিরুদ্ধে বোপান্নার জয়ের প্রসঙ্গ তুলে বিপুল প্রশংসায় ভরিয়ে দেন টেনিস তারকাকে।