বিশ্বকাপ (Qatar World Cup 2022) জিতে স্টেডিয়ামের সম্পত্তি নষ্টের অভিযোগ উঠেছে মেসিদের (Messi) বিরুদ্ধে। ফলে ফিফার (Fifa) শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা (Argentina)। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তদন্ত। অভিযোগ প্রমাণিত হলে বড়সড় শাস্তি হতে পারে।
ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা জানিয়েছে, বিশ্বকাপ জেতার পর স্টেডিয়ামের যে জায়গায় সাক্ষাৎকার দেওয়ার কথা ছিল সেখানে ভাঙচুর করেন আর্জেন্টিনার ফুটবলাররা। মেসির নেতৃত্বেই ওই তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ। এমনকি বিশ্বকাপ জিতে সংবাদমাধ্যমের সামনে সাক্ষাৎকারও দেননি আর্জেন্টিনার ফুটবলাররা।
আরও পড়ুন- গ্র্যান্ড স্ল্যামে শুরু, গ্র্যান্ড স্ল্য়ামেই শেষ...'লাইফ আপডেট' দিতে গিয়ে আবেগঘন সানিয়া
এছাড়াও গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই আর্জেন্টিনা ফুটবল সংস্থাকে সব কথা জানিয়েছে ফিফা। তাদের সহযোগিতা করতে বলা হয়েছে।