আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই শুরু হতে চলেছে বিশ্ব ফুটবলের রাজসূয় যজ্ঞ। ২০০২ সালের জাপান-কোরিয়ার ২০ বছর বাদে ফের এশিয়া মহাদেশে বিশ্বকাপ। কাতারে। যা নিয়ে প্রত্যাশামতোই আগ্রহ আকাশছোঁয়া। ঠিক তেমনই আগ্রহ রয়েছে, কে জিতবে কাতারের বিশ্বকাপ, তা নিয়েও। ঘটনা হল, যে দেশই জিতুক, তাদের হাতে উঠবে বিশাল অঙ্কের পুরস্কারমূল্য। গত বিশ্বকাপের থেকে চলতি বিশ্বকাপের সব পর্যায়েই পুরস্কারমূল্য অনেকটা বাড়িয়েছে ফিফা। শুধু তাই নয়, ফিফার নিয়মানুযায়ী, বিশ্বকাপের মূলপর্বে অংশগ্রহণকারী সব দেশই কোনও না কোনও পুরস্কার পাবে। মূলপর্বে যত এগোনো যাবে, পুরস্কারমূল্য বাড়বে তত বেশি।
এ বারের বিশ্বকাপে সব মিলিয়ে ৪৪ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ৩৫৭৩ কোটি টাকা) পুরস্কারমূল্য দেবে ফিফা। গত বারের থেকে ৪ কোটি ডলার বেশি। বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই যে দেশগুলি বিদায় নেবে, তারা প্রত্যেকেই ভারতীয় মুদ্রায় ৭৪ কোটি টাকা করে পাবে। সেকেন্ড রাউন্ডে উঠতে পারলেই দেশপিছু পাওয়া যাবে ১ কোটি ৩০ লক্ষ ডলার বা ১০৬ কোটি টাকা! কোয়ার্টার ফাইনালে উঠলে ভারতীয় মুদ্রায় ১৩৮ কোটি টাকা। চতুর্থ স্থানাধিকারী দল পাবে ২০৪ কোটি টাকা এবং তৃতীয় স্থানাধিকারীর ঘরে ঢুকবে ২২০ কোটি টাকা।
কাতার বিশ্বকাপের রানার্স দল পাবে ভারতীয় মুদ্রায় ২৪৫ কোটি টাকা। আর, বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল পাবে ভারতীয় মুদ্রায় ৩৪৪ কোটি টাকা। অর্থাৎ, রানার্সের থেকে প্রায় ১০০ কোটি টাকা বেশি!