২০২২ সালের ফুটবল বিশ্বকাপ (Football World Cup 2022) শুরু হতে চলেছে আগামী নভেম্বর মাস থেকে। আয়োজক দেশ কাতার (Qatar World Cup) নিয়ে উৎসাহী অগণিত ফুটবল ভক্ত। ২০০২ সালের জাপান-কোরিয়া বিশ্বকাপের পর ২০ বছর বাদে ফের এশিয়া মহাদেশে আয়োজিত হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। ইতিমধ্যেই বিশ্বকাপের ড্র হয়ে গিয়েছে। বিশ্বকাপে যোগ্যতা নির্ধারণকারী দলগুলির কে কোন গ্রুপে খেলবে, তা স্পষ্ট। এবার ফিফার তরফ থেকে ঘোষণা করা হল বিশ্বকাপের ম্যাসকট (World Cup mascot)। ২০২২ সালের কাতার বিশ্বকাপের (Football World Cup 2022) ম্যাসকট হল 'লে'ইব'।
আরও পড়ুন: সোমবার মুখোমুখি লখনউ ও হায়দরাবাদ, খাতায়-কলমে এগিয়ে কে এল রাহুলের দল
সংশ্লিষ্ট ম্যাসকট (World Cup official mascot) নিয়ে একটি ভিডিয়ো প্রকাশ করেছে ফিফা। যে ভিডিয়োর মাধ্যমে জানা যাচ্ছে, আরবি ভাষায় এই 'লে'ইব' শব্দের অর্থ 'চূড়ান্ত দক্ষতাসম্পন্ন এক খেলোয়াড়'। ওই ভিডিয়ো থেকেই জানা গেল, 'লে'ইব' এমন এক গ্রহের বাসিন্দা যেখানে সব ম্যাসকটেরা থাকে। ওই ভিডিয়োতে আরও দেখা যাচ্ছে, উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছে এই নতুন ম্যাসকট। সে জানাচ্ছে, বহু বছরের চেষ্টার পর অবশেষে সে পৃথিবীর মানুষের কাছে আসতে পেরেছে।
ফিফার (FIFA) পক্ষ থেকে জানানো হয়েছে, "গোটা দুনিয়ার সমস্ত ফুটবলমোদীর সঙ্গে নিজের আনন্দ ভাগ করে নিতে আসছে লে'ইব"। খুব তাড়াতাড়িই সোশ্যাল মিডিয়ায় তার ছবিও ব্যবহার করতে পারবেন নেটিজেনরা।
২১ নভেম্বর থেকে কাতারের ফুটবল বিশ্বকাপ শুরু হবে। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।