ফুটবলসম্রাট পেলে'র প্রয়াণের পর তাঁকে সম্মান জানাতে একাধিক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ব ফুটবল সংস্থা ফিফা। যে ২১১টি দেশ ফিফার অধীনে রয়েছে, সেই প্রতিটি দেশেই পেলে'র নামে একটি করে স্টেডিয়াম হবে। এর আগেই ফিফা'র পক্ষ থেকে জানানো হয়েছিল, আগামী এক সপ্তাহ বিশ্বের সমস্ত ফুটবল টুর্নামেন্টে ম্যাচ শুরুর আগে ১ মিনিট নীরবতা পালন করতে হবে। ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফানতিনো ব্রাজিলে গিয়েছেন পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে। তিনি সেখানেই জানান, সব ফুটবল খেলিয়ে দেশকে আবেদন করা হবে যাতে তারা তাদের দেশে একটি করে স্টেডিয়াম পেলের নামে নামাঙ্কিত করে।
পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে ফিফা সভাপতি ছাড়া দক্ষিণ আমেরিকা ও ব্রাজিল ফুটবল কনফেডারেশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ২৯ ডিসেম্বর প্রয়াত হন পেলে। তিনিই একমাত্র খেলোয়াড় যিনি তিনটি বিশ্বকাপ জিতেছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২। এদিন ফিফা প্রেসিডেন্ট আরও বলেন, “পেলে চিরন্তন। ফিফা অবশ্যই ‘রাজা’কে তার প্রাপ্য সম্মান দেবে।”