তাঁকে ঘিরে ধরেছেন তিন জন সার্বিয়ার প্লেয়ার। কিন্তু তিনি কোনও ভাবেই বল মাটিতে পড়তে দিলেন না। সুযোগ দিলেন না কাউকে। এক ছোঁয়ায় বলটা নিজের সামনের দিকে তুলে নিলেন রিচার্লিসন। আর তার পরেই বাইসাইকেল কিকে সোজা বলটা জড়িয়ে দিলেন জালে। স্বপ্নপূরণ করলেন ব্রাজিল সমর্থকদের।
বৃহস্পতিবার ছিল রোনাল্ড, নেইমারের দিনে। কিন্তু এদিনের হিরো যেন রিচার্লিসন। প্রথমার্ধের খেলা দেখে যারা ভাবতে বসেছিলেন মঙ্গলবার আর্জেন্টিনা এবং বুধবার জার্মানির পর এবার তালিকায় আসতে চলেছে ব্রাজিল তাঁদের ভুল প্রমাণ করল ব্রাজিল। ম্যাচের ৭২ মিনিটের মাথায় রিচার্লিসন দেখালেন নিজের 'জাদু'।
রিচার্লিসনের জোড়া গোল ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে নিয়ে এল ব্রাজিলকে। শেষ বিশ্বকাপ জয় ২০০২'এ। তার পর থেকে অধরাই রয়ে গিয়েছে কাপ। ফ্রান্স, নেদারল্যান্ডস, জার্মানি এবং বেলজিয়ামের কাছে হেরে বার বার খেলা থেকে ছিটকে গিয়েছে ব্রাজিল। ফলে, ২০২২ বিশ্বকাপ নিয়ে খুবই আশাবাদী ছিলেন ব্রাজিল সমর্থকেরা। বৃহস্পতিবার রিচার্লিসনের দুটো গোল বুঝিয়ে দিল জোগো বোনিতো অর্থাৎ সুন্দর ফুটবলই সাম্বার পাসওয়ার্ড।