FIFA World Cup 2022: ফের বিতর্কে বিত্তশালী কাতার, বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে মাথায় হাত

Updated : Nov 26, 2022 07:25
|
Editorji News Desk

কাতার বিশ্বকাপ নিয়ে বিতর্ক অব্যাহত। ম্যাচ ফিক্সিং থেকে, আদব কায়দা, মদ্যপান। বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই বারবার বিতর্কে উঠে এসেছে চলতি বছরের বিশ্বকাপ আয়োজক মধ্যপ্রাচ্যের এই দেশের নাম। এবার বিশ্বকাপ শুরু কয়েক ঘন্টা আগে নতুন বিতর্ক শুরু হল টিকিটের দাম নিয়ে।

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ঠিক হয়ে গিয়েছে বিশ্বকাপ ফাইনালের টিকিট মূল্য। যা নাকি আগের বিশ্বকাপের সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। কাতারের বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম গত বিশ্বকাপের টিকিটের থেকে প্রায় ৪০ শতাংশ ব্যয়বহুল। 

গত সমস্ত বিশ্বকাপে টিকিটের দামের থেকে এক লাফে অনেকটাই দাম বাড়িয়েছে এই বিত্তশালী কাতার। ফলে ফাইনালে টিকিট কিনতে ফুটবলপ্রেমীদের নাজেহাল অবস্থা। রাশিয়ায় ২০১৮ সালের বিশ্বকাপ ফাইনালে টিকিটের দাম ছিল ২১৪ পাউন্ড বা ভারতীয় মুদ্রায় ২১ হাজার টাকা। চলতি বছর তা বেড়ে হয়েছে ২৮৬ পাউন্ড বা প্রায় ২৮ হাজার টাকা। গত কুড়ি বছরের কোনও বিশ্বকাপের টিকিটের দাম এত বেশি দাম ছিল না। আর ফাইনাল টিকিটের দাম রাখা হয়েছে ৬৮৪ পাউন্ড বা ৬৬ হাজার টাকা। 

বিশ্বকাপ আয়োজক কমিটির এক কর্মকর্তার কথায়, কাতার বিশ্বকাপ এখনও পর্যন্ত সবথেকে ব্যয়বহুল বিশ্বকাপ। চলতি বিশ্বকাপের জন্য ছয়টি নতুন স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। আরও দুটি স্টেডিয়াম সংস্কার করা হয়েছে। শুধুমাত্র এই আটটি স্টেডিয়ামের জন্য খরচ করা হয়েছে তিন বিলিয়ন। যা ভারতীয় মুদ্রায় সাড়ে ২৪ হাজার কোটি টাকা। এছাড়াও রাস্তা, বিমানবন্দর, রাজধানী দোহার বিভিন্ন পরিকাঠামো গড়ে তুলতে বিপুল টাকা খরচ করা হয়েছে। 

বিশ্বকাপের টিকিটের চড়ামূল্য নিয়ে বিতর্ক শুরু হলেও ফিফার তরফ থেকে কিছু বলা হয়নি। বরং ফিফা জানিয়েছে, ইতিমধ্যেই বিশ্বকাপের ৩০ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

Qatar 2022ticketFootballQatar World Cup 2022FIFA World CupFifa world cup 2022

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া