ফুটবল বিশ্বকাপ ফাইনাল (Fifa World Cup Final 2022) । আর্জেন্টিনা (Argentina) বনাম ফ্রান্স (France) । মেসি (Lionel Messi) বনাম এমবাপে । আর কয়েকঘণ্টার অপেক্ষা । চাপ বাড়ছে দুই দলের উপরই । এটাই মেসির শেষ বিশ্বকাপ । তাঁর হাতে ট্রফি তুলে দিতে মরিয়া আর্জেন্টিনা । ফ্রান্সও প্রতিপক্ষকে একচুলও জমি ছাড়চে নারাজ । জোরদার লড়াই হতে চলেছে । আর এই লড়াইয়ে শরীর চাঙ্গা রাখতে বিশেষ পানীয়র উপর ভরসা রাখতে নীল-সাদা দলের খেলোয়াড়রা । মেসিও মাঝেই মাঝেই সেই পানীয়তে (Drink) চুমুক দিচ্ছেন ।
খেলা চলাকলীন শরীর আর্দ্র রাখা খুব জরুরি । তা না হলে সহজেই হাঁপিয়ে যাওয়ার আশঙ্কা থাকে । সে কারণে কোনও স্বাস্থ্যকর পানীয়ে ভরসা রাখেন ফুটবলাররা । আর্জেন্টিনার মেসি, আলভারেজদের সেই স্বাস্থ্যকর পানীয় কোনটি ? দক্ষিণ আমেরিকার বিভিন্ন অংশে জনপ্রিয় ক্যাফিন-সমৃদ্ধ এক ধরনের পানীয় । তবে কফি নয় । স্বাদে খানিকটা এক । সাধারণত, ইয়ারবা মেটের শুকনো পাতা দিয়ে তৈরি হয় এই পানীয় । গরম বা ঠান্ডা, দু’ভাবেই খাওয়া যেতে পারে । আর্জেন্টিনার ফুটবলার সেবাস্তিয়ান ড্রিউসি জানিয়েছেন, এই পানীয় তাঁদের সকলকে আর্দ্র রাখতে সাহায্য করে । জলের মতো কাজ করে ।এখন এই পানীয়ই দিন-রাতের ভরসা আর্জেন্টিনার ফুটবলারদের ।
লিওনেল মেসি (Lionel Messi)। ফুটবলের বরপুত্র। শেষ বারের মতো তিনি মাঠে নামছেন বিশ্বকাপে। আর্জেন্টিনার জার্সি গায়ে বিশ্বকাপ (Worldcup) ছুঁতে পারবেন কিনা, আর মাত্র কয়েক ঘণ্টা পরেই তার উত্তর মিলবে। কিন্তু মেসি বিশ্বকাপ জিতুন বা নাই জিতুন, ফুটবলের ইতিহাসে তিনি রয়ে যাবেন সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ এক নক্ষত্র হয়েই। যতদিন ফুটবল থাকবে,থেকে যাবে তাঁর নামও।