জীবনের পঞ্চম বিশ্বকাপ খেলার আগে আবু ধাবি পৌঁছলেন ৩৫ বছর বয়সি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তাঁর পরনে ব্লু জিন্স, স্কাই ব্লু টিশার্ট, পিঠে কালো ব্যাগ হাতে একটি ছোট্ট মেরুন রংয়ের ব্যাগ। এই লুকেই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন এই তারকা ফুটবলার।
কাতারে পৌঁছাতে আরও কয়েকদিন বাকি। কাতারের আগে সোমবার আবু ধাবি পৌঁছে গিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। তাঁকে পেয়ে উচ্ছ্বসিত কোচ লিওনেল স্কালোনি-সহ বাকি সতীর্থরা। বিশ্বকাপের আগে আমিরশাহীর বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর সেই কারণেই আবু ধাবিতে পৌঁছে গিয়েছেন দলের অধিনায়ক।
সেখানে আগে থেকেই পৌঁছে গিয়েছেন আর্জেন্টিনার বাকি ফুটবলাররা। সোমবার অধিনায়ক পৌঁছতেই আর সময় নষ্ট করতে চায় না আর্জেন্টিনা। হাতে আর মাত্র কয়েকদিন। ২০ নভেম্বর থেকে কাতারে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। ২০২২-এর ফিফার এই বিশ্বকাপের পরে অবসর নিতে চলেছেন এক ঝাঁক তারকা ফুটবলার। তাঁদের মধ্যে অন্যতম লিওনেল মেসি।
এর আগে চারবার বিশ্বকাপ খেললেও একবারও ট্রফি ঘরে আনতে পারেননি লিও। ২০১৪ সালে ব্রাজিলে দলকে ফাইনালেও নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই বছর জার্মানির কাছে হেরে রানার্স আপ হতে হয় আর্জেন্টিনাকে। এবারে জীবনের শেষ বিশ্বকাপ খেলতে নামছেন তিনি। গত দেড় দশকের বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের শেষ বিশ্বকাপ কেমন হবে? এখন তা দেখার অপেক্ষাতেই প্রহর গুনছেন সমর্থকেরা।