কাতার বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করতে চলেছে সুইজারল্যান্ড ও ক্যামেরুন। সুইডিশ তারকা জেরদান শাকিরি এবং গ্রানিট জাকা, দুজনেই রয়েছেন স্বপ্নের ফর্মে। প্রিমিয়ার লিগের একের পর এক ম্যাচে মাঠ জুড়ে কর্তৃত্ব ফলিয়ে মন জিতে নিয়েছেন সমর্থকদেরও। দেশের হয়ে বিশ্বকাপে তাঁদের ফর্মের দিকে তাকিয়ে রয়েছে গোটা সুইজারল্যান্ড। রক্ষণের দায়িত্বে রয়েছেন ম্যানুয়েল আকাঞ্জি। মুরাট ইয়াকিনের দল অনেকটাই নির্ভরশীল তাঁর নেতৃত্বাধীন রক্ষণভাগের ওপর। এছাড়াও, গোলে রয়েছেন অভিজ্ঞ ইয়ান সোমের। চলতি বছর বুন্দেশলিগাতেও দারুণ খেলেছেন তিনি। সবমিলিয়ে মাঠে নামার আগে রীতিমত চাঙ্গা হয়ে রয়েছে ইউরোপের এই দল।
অন্যদিকে, রজার মিল্লার দেশ তাকিয়ে আছে সিরি এ-তে নাপোলির স্তম্ভ ডিফেন্সিভ মিডফিল্ডার আন্দ্রে-ফ্রাঙ্ক জাম্বো আঙ্গুইসার দিকে। গত অক্টোবরে চোট পেয়েছিলেন তিনি। তবে, তাঁকে প্রথম ম্যাচে দলে পাওয়ার ব্যাপারে চূড়ান্ত আশাবাদী টিম ম্যানেজমেন্ট। দুর্দান্ত ফর্মে রয়েছেন ক্যামেরুনের ফরোয়ার্ড এরিক ম্যাক্সিম চুপোও। চলতি মরশুমে বুন্দেশলিগাতে ১০ ম্যাচে ৬টি গোল করেন তিনি। দুটি গোলের ক্ষেত্রে উল্লেখযোগ্য সহায়তা ছিল তাঁর।
গ্রুপ জি-তে সুইজারল্যান্ড ও ক্যামেরুনের সঙ্গেই রয়েছে ব্রাজিল ও সার্বিয়া। গ্রুপে ফেভারিট ব্রাজিল। দ্বিতীয় স্থানাধিকারীর স্থানটি পাওয়ার জন্য হাড্ডাহাড্ডি লড়াই হবে সুইজারল্যান্ড ও ক্যামেরুনের মধ্যে, এমনটাই মত বিশেষজ্ঞদের।