জীবনযুদ্ধে তাঁদের লড়াইয়ের কাহিনি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে উদ্বুদ্ধ করেছে অগণিত মানুষকে। এবার, তাঁদের উচ্ছ্বাসও হৃদয় জিতে নিল মানুষের। অভিনব উচ্ছাস! আমেরিকার কাছে ইরানের পরাজয়ের পর আনন্দে ফেটে পড়লেন বহু ইরানবাসী! এমন ঘটনা ক্রীড়াজগতের ইতিহাসেই প্রায় নজিরবিহীন। কিন্তু, ইরানের চিত্রটা সম্পূর্ণ আলাদা। হিজাব আইনকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনে কার্যত দু'ভাগ হয়ে গিয়েছে দেশ। তার মধ্যেই, কাতার বিশ্বকাপে অংশগ্রহণের জন্য সাধারণ ইরানবাসীরা দলের ওপর প্রবলভাবে ক্ষুব্ধ।
এই উচ্ছ্বাসযাপনের ভিডিয়ো প্রবলভাবে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে দলের হারের পর কীভাবে বাজি ফাটানো তে মেতে উঠেছেন একদল ইরানবাসী।
শুধু তাই নয়, আমেরিকার কাছে ইরানের হারের পর উল্লসিত হাজার হাজার মানুষ তেহরান সহ একাধিক শহরের রাস্তায় গাড়ির হর্ন বাজাতে থাকেন।
অন্যদিকে, ১৯৯৮ সালের বিশ্বকাপে শেষবার আমেরিকার বিরুদ্ধে জিতেছিল ইরান। চলতি বিশ্বকাপে আমেরিকার কাছে হারের পর তাদের বিদায় নিশ্চিত হয়ে গেল।