১০০ কিলো কোকেন (Cocaine) সহ গ্রেফতার এক পেশাদার ফুটবলার (Professional Footballer)। গ্রেফতার করা হয়েছে তাঁর বান্ধবীকেও। ২৯ বছরের মিডফিল্ডারের সুটকেস থেকে মাদক উদ্ধার হয়েছে। ধৃত ফুটবলারের নাম জঁ ম্যানুয়েল নেদ্রা।
প্যারিসের বিমানবন্দর থেকে নেদ্রা ও তাঁর বান্ধবীকে গ্রেফতার করা হয়। ফ্রান্সের সংবাদপত্রগুলির প্রতিবেদন থেকে জানা গিয়েছে, নেদ্রা ও তাঁর বান্ধবীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আদালতে হাজির করানো হবে। প্যারিস পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত সফরে বান্ধবীকে নিয়ে ফ্রান্সে আসেন নেদ্রা। বিমানবন্দরে নিরাপত্তাকর্মীদের তাঁর গতিবিধি দেখে সন্দেহ হয়। বান্ধবী-সহ তাঁকে আটক করা হয়। তল্লাশি করে ১০০ কিলো কোকেন পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: ১০০ কিলো কোকেন সহ বিমানবন্দর থেকে গ্রেফতার ফুটবলার
এত পরিমাণ কোকেন কোথা থেকে নিয়ে এসেছেন, কোথায় নিয়ে যাচ্ছেন, তা নিয়ে ওই ফুটবলারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।