Lionel Messi's Tattoos: মেসির শরীরে পদ্ম,প্রেমিকার চোখ ও ছেলের হাত, ট্যাটুর তালিকায় আর কী কী আছে

Updated : Dec 05, 2022 00:14
|
Editorji News Desk

শরীরে ট্যাটুর মাধ্যমে নিখুঁত নকশা করার কোনও আগ্রহ ছিল না লিওনেল মেসির। বলতে গেলে ভয়ই পেতেন তিনি। কিন্তু একদিন সব বদলে যায়। বার্সেলোনায় থাকাকালীন দানি আলভেজ়কে দেখেই ট্যাটুতে আগ্রহ বাড়ে মেসির। প্রেমিকা অ্যান্তোনেলার আগ্রহে বর্তমানে আর্জেন্টিনার অধিনায়কের শরীরে ১৮টি ট্যাটু। বিশ্বকাপের তাঁর হাতের ট্যাটুতে পদ্মফুল নজর কেড়েছে। তবে সব কটি ট্যাটুই অর্থবহ।

বিশ্বকাপের মরশুমে দেখে নেওয়া লিওনেল মেসির শরীরের বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্যাটু।


মায়ের মুখ

লিওনেল মেসি পরিবারের খুবই কাছের। এবার বিশ্বকাপেও জয়ের প্রার্থনা করেছেন তাঁর মা। মেসির পিঠে মায়ের একটি ট্যাটু আছে। যেখানে মায়ের মুখ খোদাই করে আঁকা। 

ছেলের হাত

২০১২ সালের ২ নভেম্বর প্রথম বাবা হন মেসি। সন্তানের জন্মের পর ফেসবুকে লেখেন, বিশ্বের সবচেয়ে সুখী মানুষ তিনি। এরপরই একটি ট্যাটু করেন মেসি। মেসির বাঁ পা। যার সাহায্যে এত গোল করেছেন, সেখানে দেখা যায় ছোট্ট থিয়াগোর দুই হাত ট্যাটু হয়ে জড়িয়ে আছে। 

ছেলের নাম

গোড়ালির একটু উপরে, যেখানে থিয়াগোর দুটি হাতের ট্যাটু করান, ঠিক সেখানেই থিয়াগোর নামের ট্যাটুও করান মেসি। নামের বাইরে একটি ভালবাসার চিহ্নও আঁকান লিও। 

ফুটবল ও ১০ নম্বর

ওই বাঁ পায়েই আরও একটি ট্যাটু আছে লিওনেল মেসির। থিয়াগোর হাতের উল্টো দিকে আছে একটি ফুটবলের ছবি। মেসি ব্যক্তিগতভাবে মনে করেন, ফুটবলই তাঁকে এত বড় তারকা বানিয়েছে। ফুটবল না খেললে তিনি না খেয়ে হয় তো মরে যেতেন। ফুটবলের প্রতি ভালবাসাতেই এই ট্যাটু। পায়ে ১০ নম্বরের ট্যাটুও করা আছে। 

প্রভু যিশু

ধর্মবিশ্বাস ও ব্যক্তিগত জীবন গোপনই রাখেন লিওনেল মেসি। বরাবর অন্তর্মুখী তিনি। একবার শোনা যায়, ঈশ্বরে বিশ্বাস করেন না মেসি। এরপরই দেখা যায়, মেসির ডান বাহুতে প্রভু যিশুর ট্যাটু।

পদ্ম

যিশুর ঠিক নিচে, মেসির হাতে সবচেয়ে সুন্দর ও গভীর অর্থের ট্যাটু পদ্মফুল। পদ্মের অনেক অর্থ। মেসির হাতে যে পদ্ম আছে তা পুনর্জন্মের প্রতীক। নতুন শুরু, নতুন শুদ্ধতা, নতুন আলো নিয়ে আসার প্রতীক।

 
প্রেমিকার ট্যাটু 

এছাড়া মেসির হাতে প্রেমিকা অ্যান্তোনেলার চোখের ট্যাটু দেখা যায়। কোমরে তাঁর ঠোঁটের ট্যাটুও আঁকিয়েছেন এলএম টেন।

Lionel Messi wifeLionel Messi MotherLionel messiMessi Goals

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া