বড় ম্যাচের আগে চিন্তায় পড়ল লাল হলুদ শিবির। শুক্রবার অনুশীলন চলাকালীন চোট পেয়েছেন ডিফেন্ডার হিজাজি মেহের। এছাড়াও পায়ে হালকা চোট পেলেন ক্রেসপো।
শনিবার রয়েছে ডার্বি। দুই দলের কাছেই এদিনের লড়াই মরন-বাঁচনের। একদিকে ইস্টবেঙ্গলের জয়ের ধারা বজায় রাখা অন্যদিকে মোহনবাগানের লক্ষ্য তাদের সমর্থকদের মুখে হাসি ফোটানো। এই লড়াইয়ে হিজাজি এবং ক্রেসপো খেলবেন কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন।
এবিষয়ে ইস্টবেঙ্গলের তরফে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। তবে ইস্টবেঙ্গলের স্প্যানিস কোচ জানিয়েছেন, গত কয়েক বছরে দলের সমর্থকরা শুধুই হতাশা নিয়ে কাটিয়েছেন। কিন্তু বর্তমানে মোহনবাগানের চোখে চোখ রেখে লড়াই করার ক্ষমতা রাখে লাল হলুদ টিম।