শেষ বেলায় অস্ট্রেলিয়ার নাম প্রত্যাহার। এগারো বছর পর ফের ফুটবল বিশ্বকাপের আসর হবে এশিয়াতে। এবার আয়োজক সৌদি আরব। ২০৩৬ সালের ফুটবল বিশ্বকাপ হবে এই দেশে। যা এগারো বছর আগেই কার্যত ঠিক হয়ে গেল। অপেক্ষা এখন সরকারি সিলমোহরের।
মূলত যুবরাজ মহম্মদ বিন সলমনের নেতৃত্বেই তাদের দেশে বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। তারজন্য এখন থেকে তৈরি তেলের এই দেশ। জানা গিয়েছে, পরিকল্পনায় রয়েছে আলাদা একটি শহর। যা ২০৩০ সালের মধ্যেই তৈরি করা হবে। ওই শহরেই বসবে ২০৩৬ সালের বিশ্বকাপ। এই শহর তৈরি করতে খরচ পড়বে এক লক্ষ কোটি টাকা।
কোনও সন্দেহ নেই এশীয় ফুটবলে এখন অন্যতম বড় শক্তি সৌদি আরব। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের কাছে হেরেই কাতার থেকে চ্যাম্পিয়ন হয়েছে। রোনাল্ডো, নেইমারের মতো তারকারা এখন সৌদির ক্লাবের আলো। তবে জানা গিয়েছে, কাতারের মতো কড়াকড়ি নয়। বরং উদার ভাবেই বিশ্বকাপের আয়োজন করতে চায় সৌদি আরব।