কাতারে বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে তাও তিনদিন হয়ে গেল। কিন্তু বাঙালির ফুটবল মনে লুসাইলের ম্যাচ নিয়ে সেই চর্চা এখনও চলছে। বিশেষ করে মেসি বনাম এমবাপে এখনও তর্ক চলছে। গত ২০ ডিসেম্বর ২৪ বছরে পা দিয়েছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। তবুও কলকাতার বিভিন্ন পাড়ায় এখনও চলছে ২৩ বছর বয়সে দাঁড়িয়ে কী করেছেন লিও মেসি ও কিলিয়ান এমবাপে।
পরিসংখ্যানের পাতা ওল্টালে দেখা যাচ্ছে তেইশ বছর বয়সে মেসিকে প্রায় অনেক জায়গাতেই পিছনে ফেলে দিয়েছেন এমবাপে। যদিও আন্তর্জাতিক কেরিয়ার দু জনেই শুরু করেছিলেন আঠেরো বছর বয়সে। দেশ এবং ক্লাব দুটি জায়গাতেই মেসির থেকে এগিয়ে ফরাসি তরুণ। বিশ্বকাপ জয়েও মেসির থেকে এগিয়ে এমবাপে। মেসি বিশ্বকাপ জিতেছেন ৩৫ বছর বয়সে। ১৯ বছরেই বিশ্ব জয়ের স্বাদ পেয়েছেন এমবাপে। কাতারে সোনার বুটের লড়াইতেও মেসিকে টেক্কা দিয়েছেন তিনি।
২৩ বছরের মেসি ম্যাচ খেলছিলেন ২৬৯টি। সেখানে এমবাপের পাশে আছে ৩০৩টি ম্যাচ। গোলেও মেসির থেকে অনেক এগিয়ে এমবাপে। ২৩ বছর বয়সে তাঁর গোল ২২৯। গোল করার ক্ষেত্রেও এমবাপের ভূমিকা অনেক বেশি বলেই দাবি পরিসংখ্যানে। বয়স তেইশ। ইতিমধ্যেই ফ্রান্সের হয়ে ষাটের বেশি ম্যাচ খেলা হয়ে গিয়েছে এমবাপের। সবমিলিয়ে গোলের সংখ্যা ৪০।
কাতারেই কী মেসির শেষ বিশ্বকাপ ? উত্তর এখনও স্পষ্ট নয়। কিন্তু কেরিয়ার পড়ে আছে এমবাপের কাছে। তিনি ছুটবেন এটাই স্বাভাবিক।