কার্যত তারকা শূন্য ইউরোপ। রোলান্ডো, মেসির পর এবার ইউরোপ ছাড়লেন ব্রাজিলীয় তারকা নেইমার। সরকারি ভাবে তাঁর সৌদির ক্লাব আল-হিলালে যোগে কথা জানানো হয়েছে। দু বছরের চুক্তিতে মোট ৩০০ মিলিয়ন ডলারে এই ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ওয়ান্ডার কিড। ভারতীয় মুদ্রায় যা ২৫০০ কোটি টাকা।
প্যারিস তিনি ছাড়ছেন। তা আগেই ঠিক হয়ে গিয়েছিল। তবে নেইমার কোথায় যাচ্ছেন, তা নিয়ে চলছিল জল্পনা। কানাঘুষো খবর ছিল প্যারিস থেকে আবার স্পেনে ফিরতে পারেন তিনি। যোগ দিতে পারেন বার্সিলোনায়। সেই জল্পনায় জল ঢালাল সৌদির ক্লাব।
আরও পড়ুন : স্বাধীনতা দিবসে ময়দানে দুঃসংবাদ, প্রয়াত প্রাক্তন ফুটবলার মহম্মদ হাবিব
নেইমারকে ছেড়ে দেওয়ায় ঝুলি ভরছে প্যারি সাঁজার। ট্রান্সফার বাবদ প্যারিসের এই ক্লাব পাবে ১০০ মিলিয়ন ইউরো। ভারতীয় টাকায় যা আনুমানিক ৯১০ কোটি।
প্যারিসের ক্লাবকেও নেইমারকে ছেড়ে দেওয়ার কথা স্বীকার করেছে। ক্লাব মালিক নাসের আল খেয়ালফি জানিয়েছেন, ক্লাব ছাড়লেও নেইমার প্যারি সাঁজাতে একজন কিংবদন্তি হয়েই থাকবেন। গত ছ বছর এই ক্লাবকে নেইমার অনেক কিছু দিয়েছেন বলেই দাবি খেয়ালফির।