কাতার বিশ্বকাপে ২৫ জনের দল ঘোষণা করল ফ্রান্স। এবার টুর্নামেন্টে গ্রুপ D-তে আছে ফ্রান্স। এই গ্রুপে আছে অস্ট্রেলিয়া, তুনিশিয়া ও ডেনমার্ক। চোট পেয়ে বাদ পড়েছেন পোগবা। বিশ্বকাপের প্রাথমিক দলে টিমে আছেন বেঞ্জিমা, কাইলান এমবাপে, ওসমানে ডেম্বেলের মতো তারকা। দলে আছেন অ্যান্তোইন গ্রিয়েজম্যান।
এবার বিশ্বকাপে ফ্রান্স টিমে মিডফিল্ডার হিসেবে আছেন, এডুরোডো ক্যামভিঙ্গা, সুয়ামেনি, ইউসুফ ফোয়ানার মতো ফুটবলার। টিমের রক্ষণের দায়িত্বে আছেন রাফায়েল ভারেন। গত মাসে চোট পেয়েছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপের প্রাথমিক দলে তাঁকে রেখেছে টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপে ফের ধাক্কা, চোট পেয়ে বাদ পড়লেন সেনেগাল তারকা সাদিও মানে
কাতার বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। এবার তাঁদের উপর প্রত্যাশা আরও বেশি। টিমের ম্যানেজার দিদিয়ের দেশঁ প্রত্যয়ী। রাশিয়ার পর কাতার। বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন এমবাপে, গ্রিয়েজম্যানরা।