রবিবার ডুরান্ড কাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ বাংলাদেশ আর্মি। প্রথম ম্যাচ থেকেই জয় ছিনিয়ে নিতে চান কোচ কার্লেস কুয়াদ্রাত। শনিবার ছয় বিদেশিকে রেখেই দল ঘোষণা করলেন লাল-হলুদ কোচ।
গত মরশুমে ইস্টবেঙ্গল টিম হিসেবে খারাপ খেললেও উজ্জ্বল হয়ে ছিল ক্লেটনের খেলা। ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে নিয়ে এবারও আশাবাদী কুয়াদ্রাত। ম্যাচের আগে তিনি বলেন, একই সঙ্গে নতুন প্রতিভা বাছতে হচ্ছে। পাশাপাশি ম্যাচও জিততে হবে। দুই লক্ষ্য নিয়েই ডুরান্ড কাপে নামছেন নতুন কোচ।
আরও পড়ুন: ডুরান্ডের প্রথম ম্যাচেই আটকে গেল মহমেডান, মুম্বই সিটি এফসির বিরুদ্ধে হার সাদা-কালো ব্রিগেডের
ইস্টবেঙ্গল টিমে ছয় বিদেশি হলেন জর্ডন এলসি, পারদো লুকাস, সল ক্রেসপো, ক্লেটন ও জেভিয়ার সিভেরিও ও এডউইন সিডনি।