স্মৃতির পথ বেয়ে ময়দানে ফিরলেন কিংবদন্তি ফুটবলার ও কোচ প্রয়াত প্রদীপ কুমার (পিকে) বন্দ্যোপাধ্যায়। কারণ শুক্রবার তাঁর নামে নতুন জিমের উদ্বোধন হল ময়দানে। আর সেই উদ্বোধনী অনুষ্ঠানে বসল চাঁদের হাট।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোসে রামিরেজ় ব্যারেটো, শ্যাম থাপা, সুব্রত ভট্টচার্য, প্রদীপ চৌধুরী, শিশির ঘোষ, বিদেশ বসু, মানস ভট্টাচার্য, শঙ্করলাল চক্রবর্তী। এছাড়াও অনুষ্ঠানে হাজির ছিলেন পিকের কন্যা পলা বন্দ্যোপাধ্যায়।
ছিলেন কিংবদন্তি কোচ প্রয়াত অমল দত্তের কন্যা নুপূর দত্তও। এদিন বিকেলে জিমের উদ্বোধন করেন ডিভিসি-র চেয়ারম্যান আর এন সিংহ।
আরও পড়ুন - দুরন্ত ন্যাট স্কিভার, ইউপি-কে হারিয়ে মহিলা প্রিমিয়র লিগের ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্স