এবার বিশ্বকাপে সেরা গোলরক্ষক। পেয়েছেন গোল্ডেন গ্লাভসও। কোয়ার্টার ফাইনাল থেকে একের পর এক বিতর্কে জড়িয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। আরও একবার বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার দিবু। ফাইনালে শুটআউটের সময় কী করেছিলেন, তার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তাতেই বিতর্ক দানা বেধেছে।
টাইব্রেকারে মার্টিনেজ একাই ফ্রান্সের প্রত্যেক ফুটবলারকে চাপে রেখেছিলেন। তাঁর শরীরী ভাষায় পেনাল্টি মিস করেন ফরাসি ফুটবলার চুয়ামেনি। তৃতীয় পেনাল্টির সময় বল নিয়ে আর্জেন্টিনার সমর্থকদের কাছে চলে যান মার্টিনেজ। চুয়ামেনিকে বল না দিয়ে অন্যদিকে ছুড়ে দেন। এতে মনোসংযোগ নষ্ট হয় চুয়ামেনির। গোল মিস করেন। পেনাল্টি মিসের পর অশ্লীল অঙ্গভঙ্গি করতেও দেখা যায় মার্টিনেজকে।
গোটা বিশ্বকাপেই প্রতিপক্ষের ফুটবলারদের মনোসংযোগ নষ্ট করার চেষ্টা করেছেন। ফাইনালে টাইব্রেকারের টসের পর ফরাসি গোলরক্ষক হুগো লরিসকে অভ্যর্থনা জানান তিনি। এতেও মানসিক চাপ তৈরি হয় পোড় খাওয়া গোলরক্ষক লরিসেরও। এমবাপে পেনাল্টি নেওয়ার সময় রেফারিকে বারবার বল বসানো নিয়ে অভিযোগ করতে থাকেন। কোম্যানের পেনাল্টির আগেও একই কাজ করেন মার্টিনেজ।