তিনি আপ্লুত। এমন একটা ম্যাচের সাক্ষী থাকতে পেরে। বক্তা রিল লাইফের স্যাম বাহাদুর। গত শনিবার ডুরান্ডের বড় ম্যাচের বিশেষ অতিথি ছিলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। ম্যাচ শেষে কয়েক ঘণ্টা পরে নিয়ে সোশাল মিডিয়া হ্যান্ডেলে ডার্বির বর্ণনা দিয়েছেন ভিকি। শেয়ার করেছেন যুবভারতীর অভিজ্ঞতা।
মূলত তাঁর নতুন ছবির প্রচারেই গত শনিবার কলকাতায় ছিলেন তিনি। মাঠেও গিয়েছিলেন। পুরো নব্বই মিনিট মাঠে ছিলেন ভিকি। দেখছেন ডার্বিতে ইস্টবেঙ্গলের ফিরে আসার কাহিনি। ভিকি লিখেছেন, ১৩২তম ডুরান্ড কাপের জন্য কলকাতায় ছিলেন।
আরও পড়ুন : বিশ্বকাপার সমেত মোহনবাগানকে যুবভারতীতে হারিয়ে দিলেন নন্দকুমার
এশিয়ার প্রাচীনতম ও বিশ্বের তৃতীয় প্রাচীন এই টুর্নামেন্টের আয়োজন করে ভারতীয় সেনা। ফিল্ড মার্শাল স্যাম মানেকশ অতীতে বহু বছর বিজয়ী দলকে নিজে হাতে ট্রফি দিয়েছেন। এরকম একটা উত্তরাধিকারের সঙ্গে জুড়তে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছেন।
এই ম্যাচে তাঁর চোখে সেরা কে ? ম্যাচ শুরুর আগে ইস্টবেঙ্গল অধিনায়ক হরমনজ্যোত খাবরার সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে বলিউড অভিনেতাকে। তাহলে কী ইস্টবেঙ্গল অধিনায়কের খেলাতেই মজে ছিলেন ভিকি ? তবে বলিউড অভিনেতার দাবি, এই ডার্বিতে তাঁর হিরো ছিলেন অন্য কেউ।