AFC এশিয়ান কাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করেও হার ভারতের। স্টিমাচের টিম প্রথমার্ধ আটকে দিল অস্ট্রেলিয়াকে। শনিবার আহমেদ বিন আলি স্টেডিয়ামে যে লড়াই করলেন সুনীল ছেত্রীরা, তা অনেকদিন মনে থাকবে। তিন পয়েন্ট খোয়ালেও, টেক্কা দিল প্রতিপক্ষকে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমার্ধ গোলশূন্য ছিল। ডিফেন্সই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসল পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় পাস করেছে টিম ইন্ডিয়া। কিন্তু দ্বিতীয়ার্ধে গতি বাড়তেই ভেঙে পড়ে ভারতীয় রক্ষণ। ৫০ মিনিটে অস্ট্রেলিয়ার হয়ে প্রথম গোল করেন ইরভাইন।
গুরপ্রীত বল ধরতে এগিয়েছিলেন। কিন্তু তা ধরতে না পারায় প্রতিপক্ষের পায়ে চলে যায়। সহজেই গোল পায় অস্ট্রেলিয়া। ৭৩ মিনিটে আসে দ্বিতীয় গোল। রিলি ম্যাকগ্রির ক্রস থেকে গোল করেন জর্ডান বস।