AFC কাপের গ্রুপ ডি-তে রয়েছে মোহনবাগান। আগেই গ্রুপ নির্ধারিত হয়ে গিয়েছিল। সবুজ-মেরুনের সঙ্গে একই গ্রুপে আছে ওড়িশা এফসি, মাজিয়া স্পোর্টস- ও বসুন্ধরা কিংস। ওড়িশা এফসির বিরুদ্ধে এএফসি কাপের গ্রুপ পর্বের লড়াই শুরু করবে মোহনবাগান। তাঁদের প্রথম ম্যাচ ১৯ সেপ্টেম্বর।
মাজিয়া স্পোর্টসের বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে মোহনবাগান। সেই ম্যাচ ২ অক্টোবর। ১১ ডিসেম্বর মালদ্বীপের এই ক্লাবের বিরুদ্ধেই অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে মোহনবাগান। ২৪ অক্টোবর বসুন্ধরা কিংসের বিরুদ্ধে এএফসির হোম ম্যাচ খেলবে। ৭ নভেম্বর বাংলাদেশ যাবে মোহনবাগান। ওড়িশা এফসির বিরুদ্ধে হোম ম্যাচ খেলতে মোহনবাগান নামবে ২৭ নভেম্বর।
আরও পড়ুন: যুবভারতীতে ডুরান্ডের কোয়ার্টার, 'পুরনো শত্রু' গোকুলামকে হারাতে তৈরি ইস্টবেঙ্গল
উল্লেখ্য, নেপালের মাছিন্দ্রা ও বাংলাদেশের ঢাকা আবাহনীকে হারিয়ে এএফসি কাপের গ্রুপ পর্বে পৌঁছেছে মোহনবাগান। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল রবিবার। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি।