ইস্টবেঙ্গলে খেলেই তিনি খাবরা হয়েছিলেন। সাত বছর পর আবার সেই লাল-হলুদে ফিরলেন হরমনজ্যোত। এই মরশুমে আইএসএলে ইস্টবেঙ্গলের হয়ে দেখা যাবে পঞ্জাবের এই ফুটবলারকে। মাঠে নামার আগে খাবরা জানিয়েছেন, ইস্টবেঙ্গলের আবেগ সম্পর্কে তিনি বেশ ভালই জানেন। বোঝেন কলকাতার ফুটবল আবেগকে। তাঁর দাবি, ঠিক সময়ে ইস্টবেঙ্গলে ফিরেছেন।
ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের সঙ্গে আগে বেঙ্গালুরুতে খেলেছিলেন খাবরা। ফলে এই মরশুমে তাঁরা ফের একসঙ্গে হচ্ছে। খাবরা ছাড়াও এদিন ইস্টবেঙ্গলে সই করেছেন এডউইন এবং মন্দার দেশাই। এই তিন ফুটবলারের মোট ৩৩৭টি আইএসএল ম্যাচ খেলছেন।
ট্রেভর মর্গ্যানের জমানায় ইস্টবেঙ্গলে ছিলেন হরমনজ্যোৎ। কলকাতা তাঁকে চিনেছিল সাত নম্বর জার্সিতেই। এবারও লাল-হলুদে সেই সাত নম্বর জার্সির জন্যই আবেদন করেছেন খাবরা।