AIFF Election : ২ সেপ্টেম্বর ভারতীয় ফুটবলে নির্বাচনে, নতুন করে জমা দিতে হবে মনোনয়ন

Updated : Aug 25, 2022 13:14
|
Editorji News Desk

দোসরা সেপ্টেম্বর, ভারতীয় ফুটবলের সবচেয়ে বড়দিন। অবশেষে ওই দিন হতে চলেছে ভারতীয় ফুটবলে নতুন কমিটির নির্বাচন। যার মধ্যে রয়েছে সভাপতি নির্বাচন। রিটানিং অফিসার নিযুক্ত হয়েছেন উমেশ সিনহা। তিনি এই নির্বাচন সংগঠিত করবেন। ভোটের পরেই ঘোষণা করা হবে ফলাফল। ফেডারেশনের ভারপ্রাপ্ত সচিব সুনন্দ ধর জানিয়েছেন, নির্বাচনে নতুন করে মনোনয়ন পত্র জমা দিতে হবে। 

গত ১৬ অগাস্ট ফিফার শাস্তি ঘোষণার পর থেকে টালবাহানা চলছিল ভারতীয় ফুটবল ফেডারেশনের অন্দরে। উমেশ সিনহা জানিয়েছেন, ২৫ থেকে ২৭ অগাস্ট পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হবে। অতএব, সভাপতি পদে লড়াইয়ে নতুন করে মনোনয়ন জমা দিতে হবে ভাইচুং ভুটিয়া, কল্যাণ চৌবেদের। ২৮ অগাস্ট হবে স্ক্রুটিনি। ২৯ তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। 

নির্বাচনের আগে ৩০ অগাস্ট ফেডারেশনের ওয়েবসাইটে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে। এদিকে, এই সপ্তাহের মধ্যেই ফিফার শাস্তি উঠলে, সেপ্টেম্বর মাসে শেষের দিকে ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিরুদ্ধে সুনীল ছেত্রীদের মাঠে নামতে আর কোনও বাধা থাকবে না। সুপ্রিম কোর্টের নির্দেশের পর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ফিফার দেওয়া দুটি শর্ত মানার কথাই জুরিখকে জানানো হয়েছে। কারণ, সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতীয় ফুটবলে প্রশাসক পদ খারিজ করা হয়েছে। সেইসঙ্গে সেপ্টেম্বরে নির্বাচনের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। তাই আশা করা হচ্ছে, সব কিছু ঠিক থাকলে এই মাসেই ভারতীয় ফুটবলের উপর থেকে শাস্তির খাঁড়া প্রত্যাহার করতে পারে ফিফা। 

Bhaichung BhutiaElectionAIFF

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin : অবসর নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কান্না, গম্ভীরের কী ভূমিকা ছিল জানেন?

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের