সুপার কাপের (Super Cup) সূচি ঘোষণা করল এআইএফএফ (AIFF)। ৩ এপ্রিল থেকে কেরলে টুর্নামেন্ট শুরু। আইএসএল ও আই লিগ মিলিয়ে মোট ১৬ দল এবার সুপার কাপে খেলবে। সুপার কাপ জয়ী দল এশিয়ার টুর্নামেন্টে অংশ নিতে পারবে।
এবার সুপার কাপে আইএসএলের ১১টি দল সরাসরি মূল পর্বে খেলবে। গত আইলিগে জয়ী টিমও মূল পর্বে সুযোগ পাবে। কোয়ালিফায়ার্স খেলতে হবে আই লিগের বাকি দলগুলিকে। তাদের মধ্যে ৪টি দল মূল পর্বে উঠবে। সুপার কাপের গ্রুপ বি-তে আছে ইস্টবেঙ্গল। গ্রুপ সি-তে এটিকে মোহনবাগান। ৯ এপ্রিল ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ। ১০ এপ্রিল নামবে এটিকে মোহনবাগান।
আরও পড়ুন: আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসিকে নিয়ে শর্টফিল্ম, পরিচালনায় অনিলাভ চট্টোপাধ্যায়
সুপার কাপ জয়ী দল এএফসি কাপ খেলার সুযোগ পাবে। তবে আই লিগ চ্যাম্পিয়ন টিমের সঙ্গে সুপার কাপ জয়ী দলকে খেলতে হবে। সুপার কাপে এটিকে মোহনবাগানের সঙ্গে আছে জামশেদপুর এফসি, এফসি গোয়া। আরও একটি দল যোগ্যতা অর্জনের পর এই গ্রুপে আসবে।