অপেক্ষাই সার হল। মুখোমুখি হচ্ছেন না মেসি-রোনাল্ড। বৃহস্পতিবার এই খবর জানিয়ে দিলেন আল নাসেরের কোচ লুইস ক্রাস্তো। যে খবর স্বাভাবিক ভাবেই দর্শকদের উত্তেজনায় ভাঁটা ফেলেছে।
বৃহস্পতিবার রিয়াধে মুখোমুখি হচ্ছে ইন্টার মায়ামি এবং আল-নাসের। এই ম্যাচেই মুখোমুখি হওয়ার কথা ছিল মেসি এবং রোনাল্ডোর। যা নিয়ে ফুটবল প্রেমীদের উত্তেজনা ছিল তুঙ্গে। ম্যাচের টিকিটের দাম উঠেছিল ১১ হাজার মার্কিন ডলারের বেশি। কিন্তু শেষ পর্যন্ত চোটের কারণে মাঠে নামছেন না রোনাল্ড।
আরও পড়ুন - দলে এলেন শোয়েব বাসির, দ্বিতীয় টেস্টের আগে প্রথম একাদশ ঘোষণা ইংল্যান্ডের
এই ম্যাচ নিয়ে রোনাল্ডো জানিয়েছেন, 'আমি দুঃখিত। আপনারাও দুঃখ পাচ্ছেন। তবে, আমরা ম্যাচটিকে বাতিল করিনি। আপনারা একজন ফুটবলারের পরিস্থিতি বুঝতে পারবেন।'