আরও এক নতুন বিদেশি খেলোয়াড় মোহনবাগানে। আগামী দুই বছরের চুক্তিতে সবুজ-মেরুন শিবিরে যোগ দিলেন স্প্যানিশ সেন্টার ব্যাক অ্যালবার্তো রদ্রিগেজ। ইতিমধ্যেই মোহনবাগানে তিন বিদেশি যোগ দিয়ে দিয়েছেন। এবার চতুর্থ বিদেশি যোগ দেওয়ায় দলের রক্ষণ আরও শক্তিশালী হবে বলেই আশাবাদী দলের কোচ কোচ হোসে মোলিনা।
গত মরশুমে ইন্দোনেশিয়ার চ্যাম্পিয়ন ক্লাব পার্সিব ব্যানডুংয়ের হয়ে খেলেছেন রদ্রিগেজ। তাঁকে পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি মোহনবাগানের কোচ। তাঁর কথায়,'রদরিগেজ অত্যন্ত শক্তিশালী ফুটবলার। দক্ষতার সঙ্গে রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণও তৈরি করতে পারে। আমি খুশি রদ্রিগেজ একটা সেরা ক্লাবের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ায়।'