চেনা ছন্দে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রবিবার অ্যাওয়ে ম্যাচে এভার্টনকে ৩-০ গোলে হারায় তাঁরা। দুরন্ত ছন্দে আলেহান্দ্রো গারনাচো। তাঁর বাইসাইকেলকিকের সঙ্গে রুনির গোলের তুলনা করা হচ্ছে। গোল পেয়েছেন মার্কাস ব়্যাশফোর্ড ও অ্যান্থনি মার্সিয়াল।
ম্যাচের প্রথম তিন মিনিটেই গোল পান গারনাচো। আর্জেন্টিনার উইঙ্গার মাটি থেকে ১৫ মিটার শূন্যে উঠে বাইসাইকেল কিক করেন। ম্যাচের পর তিনি বলেন, নিজেও এই গোল বিশ্বাস করতে পারছেন না। তাঁর জীবনের এটা সেরা গোল। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে টিমকে এগিয়ে দেন ব়্যাশফোর্ড। ৭৫ মিনিটে গোল করেন মার্সিয়াল।
ম্যাচের গারনাচোর গোলের প্রশংসা করেন ব্রুনো ফার্নান্ডেজও। তিনি বলেন, এভার্টনের সমর্থকরাও এই গোল দেখে বিস্মিত হয়ে যান।