আশঙ্কাই সত্য়ি হল। মরশুমের মাঝপথেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছেড়ে দিল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেজ। মঙ্গলবার টুইট করে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দু পক্ষের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং তা এদিন থেকেই কার্যকর হল। কাতারে বিশ্বকাপে মেসিদের হারের দিনেই রোনাল্ডোকে ছেড়ে সিদ্ধান্ত নিল ম্য়ানচেস্টার ইউনাটেড। আর ৪৮ ঘণ্টা পরেই বিশ্বকাপে মাঠে নামছেন রোনাল্ডো। তার আগে এই সিদ্ধান্ত নেওয়া হল।
বিশ্বকাপ শুরুর মুখেই টেলিভিশন সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে দেওয়া সাক্ষাৎকারে বোমা ফাটিয়েছিলেন সিআর সেভেন। ম্য়ানচেস্টার ইউনাইটেডকে বিশ্বাসঘাতক বলেই অভিযোগ করেছিলেন। দাবি করেছিলেন, ইংলিশ ক্লাবে তাঁর কোনও সম্মান নেই। তাঁকে কোনও সম্মান দেননা কোচ এরিক টেন হ্য়াগ। রোনাল্ডোর এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছিল ম্য়ান ইউ। পাল্টা বিবৃতিতে বলা হয়েছিল, প্রকাশ্য়ে ক্লাবের বিরুদ্ধে মুখ খুলে ভুল করেছেন সিআর সেভেন।
যদিও বিশ্বকাপের মঞ্চে রোনাল্ডোর দাবি করেছিলেন ম্য়ান ইউকে নিয়ে তাঁর সাক্ষাৎকার পর্তুগালের উপর প্রভাব ফেলবে না। সেই দাবির ২৪ ঘণ্টার মধ্য়েই তাঁকেই নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলল ম্য়ানচেস্টার ইউনাইটেড। কেরিয়ার শুরু করেছিলেন এই ম্য়ানচেস্টার ইউনাইটেডে। রিয়াল মাদ্রিদ ছেড়ে রেকর্ড অর্থে ফের ফিরেছিলেন পুরনো ক্লাবে।